শনিবার, ১১ মে ২০২৪

শশীভূষণে বৈদ্যুতিক তারের শর্ট লেগে কৃষকের মৃত্যু

প্রচ্ছদ » শশীভূষণ » শশীভূষণে বৈদ্যুতিক তারের শর্ট লেগে কৃষকের মৃত্যু
বুধবার, ৬ অক্টোবর ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ৮নং চর কলমি ইউনিয়নের উত্তর চরমঙ্গল ৪নং ওয়ার্ডে মৃত আবদুর রশিদ ব্যাপারীর ছেলে ও সাবেক কলমি ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ এর ভাগিনা মোঃ শাহাবুদ্দিন ওরফে (শাহাবুল) ৩৫ বৈদ্যুতিক শর্ট লেগে মৃত্যুবরণ করেন।

জানা যায় সোমবার (৪ অক্টোবর) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় নিজ নতুন নির্মাণাধীন বাসভবনে বিদ্যুত ব্যাবহারের মাধ্যমে মটারের সাহায্যে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট লেগে বুকের বাম পাশ ও হাতের আগুল পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহাবুদ্দিন ওরপে শাহাবুল বেপারী পেশায় একজন কৃষক। মৃত্যুকালে তিনি এক স্ত্রী আকলিমা বেগম ও ৪ মেয়ে মোসাঃ সানজিদা (১০) মোসাঃ সাদিয়া (৮) মোসাঃ নূহা (৬) মোসাঃ ফারজানা (১)সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০:২১:৪০   ৩৮১ বার পঠিত