শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় ৬ প্রতিবন্ধি পরিবার তেঁতুরিয়া নদীগর্ভে বিলীন

প্রচ্ছদ » জেলা » ভোলায় ৬ প্রতিবন্ধি পরিবার তেঁতুরিয়া নদীগর্ভে বিলীন
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে ক্রমেই ছোট হয়ে আসছে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন এর দক্ষিণ সদুরচর গ্রাম। প্রতিদিন জোয়ার ভাটায় তেতুলিয়া নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে নদী তীরবর্তী মানুষের বসত বাড়ি। ভুক্তভোগী এলাকাবাসী ত্রান নয়, ভিক্ষা নয়, নদী ভাঙ্গার হাত থেকে বাঁচত চাই এই শ্লোগানকে সামেন রেখে ভাঙন রোধে দ্রুত টেকসই ভাবে নদী বাঁধার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা প্রসাশক কার্যালয়র সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দক্ষিন সদুরচর গ্রামের প্রায় দুই শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

---

এ সময় মানববন্ধনে অংশ নেয়া ওই গ্রামের মতলব হাওলাদার বাড়ির দৃষ্টি প্রতিবন্ধী কামাল হোসেন বলেন, সদুর চর গ্রামে আমরা ৫ থেকে ৬টি প্রতিবন্ধি পরিবার এর ঘর বাড়ি তেতিলীয়া নদীর হঠাৎ শ্রোতে ভাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে। আমাদের থাকার মতো স্থান নাই। এখন কই থাকবো কি করবো….? একই রকম দক্ষিন সদুরচর গ্রামের ভুক্তভোগী সেন্টু সরদার, কুট্টি সরদার, হানিফ ঘোষ, মুন্না হাওলাদার, মারজিয়া খাতুন, সুরমা আক্তার ও সহিদা বিবি বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, হঠাৎ জোয়ারে তেঁতুলিয়া নদীর তীরবর্তী দক্ষিণ সদুরচর এলাকা ভাঙ্গনে বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি, সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত। তাই দ্রুত টেকসই ভাবে ভাঙ্গন কবলিত এলাকা রক্ষা করার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২৩:১৩:০১   ৬৭২ বার পঠিত