শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় শিক্ষা সংলাপ অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় শিক্ষা সংলাপ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে “সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষা বাংলাদেশের এডুকেশন সেক্টর প্লান বিষয়ক “শিক্ষা সংলাপ-১১” এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে গ্রামীণ জন উন্নয় সংস্থার হল রুমে এ সংলাম অনুষ্ঠিত হয়।

---

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী, ড. জিয়া উস সবুর, সদস্য (এডুকেশন সেক্টর প্লান প্রণয়ন কমিটি), আব্দুর রউফ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, গণস্বাক্ষরতা অভিযান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ রুহুল আমীন জাহাঙ্গীরসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৬০জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২:০৮:১৩   ৩১০ বার পঠিত