শনিবার, ১১ মে ২০২৪

ছেলে পুলিশে চাকরি করে এই ক্ষমতায় বাপ্তায় বিধবার জমি দখলের পায়তারার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ছেলে পুলিশে চাকরি করে এই ক্ষমতায় বাপ্তায় বিধবার জমি দখলের পায়তারার অভিযোগ
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ছেলে পুলিশে চাকরি করেন এই ক্ষমতা দেখিয়ে ভোলার বাপ্তা হাজিরহাট এলাকায় এক অসহায় বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয় গেছে। বিধবা ফজিলাতুন্নেছা অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর স্বামীর ছোট ভাই আবুল কালাম সেলিম এবং সেলিমের ছেলে পুলিশে কর্মরত হাসানসহ একটি গ্রুপ ফজিলাতুন্নেছার ৩৭ শতাংশ জমি জবর দখলের পায়তারা শুরু করে। এনিয়ে একাধিকবার স্থানীয় শালিশ বৈঠকে মিমাংশার চেষ্টা করা হয়। কিন্তু সেলিমের ছেলে পুলিশে চাকরি করেন এই ক্ষমতার বলে বারবার শালিশ অমান্য করে আসছে। গায়ের জোড়ে জমি দখলের চেষ্টা করছে। শুধু তাই নয় প্রাণনাশের হুমকী দিচ্ছে বলেও অভিযোগ করেন ফজিলাতুন্নেছা। যেকোন সময় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তার। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফারুক এবং মনির মেম্বার জানান, ৩০ বছর আগে তাদের জমি ভাগ বাটোয়ারা হয়েছিল। এত বছর শান্তিপূর্ণভাবে যার যার জমি ভোগ দখল করে আসছে। সম্প্রতি সেলিম ও তার ছেলেরা বিধবার দখলীয় জমি জবর দখলের চেষ্টা করে। এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠকে বসা হয়। কিন্তু সেলিম গ্রুপ শালিশের সিদ্ধান্ত মানছে না।
ফজিলাতুন্নেছা আরও জানান, সেলিমের ছেলে পুলিশে চাকরি করে এজন্য তারা পুলিশের কাছে গিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারি জানার পর মৌখিকভাবে সমাধানের চেষ্ট করেছিল। কিন্তু সেলিম গ্রুপ পুলিশের সিদ্ধান্তও মানছে না। এঘটনার যথাযথ তদন্ত করে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অসহায় ওই নারী।
এ বিষয়ে সেলিম জানান, আমার ওয়ারিশের সম্পত্তি আমি দাবি করছি। কারও জমি দখলের চেষ্টা করিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩১   ৪৮০ বার পঠিত