শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় মাছের পোণা অবমুক্তরণ ও মৎস চাষিদের সম্মাননা প্রদান

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় মাছের পোণা অবমুক্তরণ ও মৎস চাষিদের সম্মাননা প্রদান
রবিবার, ২৯ আগস্ট ২০২১



 জকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে কর্মসূচীর অংশ হিসাবে ২য় দিনে মাছের পোণা অবমুক্ত করণ ও স্থানীয় পর্যায়ে ২ জন সফল মৎস্য চাষি সম্মননা জানানো হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কোর্ট জামে মসজিদ পুকুরে ৫০ কেজি কার্প জাতীয় পোণা অবমুক্ত করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী-চৌধুরী। জেলা মৎস্য বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল মৎস্য চাষিরা হলেন সদর উপজেলার মহিউদ্দিন মাতাব্বর ও দৌলতখান উপজেলার ইয়াছিন লিটন।

---

এসময় জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সদর উপজেলা মৎস্য অফিসার মো: জামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলায় ২০২০-২১ অর্থবছরে চাহিদার তুলানায় ১ লাখ ৭২ হাজার ৩১২ মে:টন মাছ উদ্ধৃত্ত হয়েছে। এ জেলায় চাহিদা ছিলো ৫২ হাজার ৪৫ মে:টন (দৈনিক জনপ্রতি ৭০০ গ্রাম হিসাবে) মাছের। আর উৎপাদন হয়েছে ২ লাখ ২৪ হাজার ৩৫৭ মে:টন। আর শুধু ইলিশ উৎপাদন হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মে:টন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৬   ৩২১ বার পঠিত