শনিবার, ১১ মে ২০২৪

চরফ্যাশনে ৫শ’ কেজি জেলে চাল জব্দ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ৫শ’ কেজি জেলে চাল জব্দ
বুধবার, ৪ আগস্ট ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনের শশীভূষণ বাজারের সবুজ ট্রেডার্স নামক একটি চালের আড়ৎ থেকে ৫শ কেজি (১০বস্তা) জেলে পুর্ণবাসনের সরকারির চাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের নির্দেশে শশীভূষণ থানা পুলিশ এ চাল জব্দ করে শশীভূষণ থানা খাদ্য গুদাম কর্মকর্তা কমল দে’র কাছে হস্তান্তর করেছেন। শশীভূষণ থানার ওসি মো.রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

---

দোকান মালিক জসিম উদ্দিন জানান, বুধবার তিনি এওয়াজপুর ৪নং ওয়ার্ড যুবলীগের নেতা মঞ্জুর নিকট থেকে ৩৮টাকা কেজি দরে ৫শ কেজি (১০ বস্তা) জেলে চাল খরিদ করেছেন। চাল বিক্রির কথা স্বীকার করে মঞ্জু জানান, তিনি দলীয় স্থানীয় নেতাকর্মী এবং জেলেদের পাওয়া জেলে চালগুলো তাদের কাছ থেকে কিনে জসিমের কাছে বিক্রি করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক জেলে জানান, ৩০ কেজির স্থলে তাদেরকে ২৫কেজি করে চাল দিয়ে উদ্ধৃত্ত চাল চেয়ারম্যান মঞ্জুর মাধ্যমে চালের আড়ৎদার জসিমেরে কাছে বিক্রি করেন।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, ৩০ কেজি করেই চাল দেয়া হয়েছে। আমি কোন অনিয়ম করিনি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৪   ৪১৪ বার পঠিত