শনিবার, ১১ মে ২০২৪

পুলিশের প্রতি আবেদন ॥ অসহায় রানু বেগমের পাশে দাড়ান

প্রচ্ছদ » অপরাধ » পুলিশের প্রতি আবেদন ॥ অসহায় রানু বেগমের পাশে দাড়ান
রবিবার, ১১ জুলাই ২০২১



প্রেস বিজ্ঞপ্তি ॥
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের অসহায় রানু বেগমের বাড়িঘর দখল করে জোরপূর্বক তার সৃজিত গাছ কেটে নিয়ে যাচ্ছে তারই সহদোর সন্ত্রাসী ভাই আমির হোসেন- এ ঘটনা জানিয়ে রানু বেগমের পাশে দাড়াবার আহবান জানিয়েছেন মানবাধিকার কর্মী ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন, ২৪ শে জুন রাতে রানুর সন্ত্রাসী ভাই আমির হোসেন রানুর ব্যবহৃতি ঘরটি জোরপূর্বক দখল করে রানুকে ঘর থেকে বের করে। রানু সেই রাতে পুলিশকে জানিয়েছে কিন্তু আজ অবধি পুলিশ রানুর পাশে দাড়াননি। মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, একজন মানবাধিকার কর্মী হিসেবে তিনি নিজে গত ৩০শে জুন ভোলার পুলিশ সুপারকে ও পরে পুলিশ সুপারের পরামর্শে রানুকে নিয়ে ভোলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের কাছে যান। সংশ্লিষ্ট ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল মাষ্টার ও বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বিস্তারিত অবহিত করেছেন। তারপরেও তার ভাই ঘর দখল করে আছে এবং রানু বেগমের গাছ কেটে নিয়ে যাচ্ছে। আর অসহায় রানু মানুষের দ্বরে দ্বারে ঘুরছেন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের জিরে টলারেন্স’র এই কি নমুনা? মোবাশ্বির উল্লাহ চৌধুরী পুলিশ কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, বিলম্ব হয়ে গেলেও এখন সময় আছো রানুর পাশে দাড়ান। পুলিশ পাশে না দাড়ালে রানু বেগম হত্যার শিকার হতে পারেন বলেও তিনি আশংকা করছেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫১   ৩৪৯ বার পঠিত