শনিবার, ১১ মে ২০২৪

চরফ্যাশনে কৃষকের ছেলের কান কামড়ে ছিড়ে নিয়েছে প্রতিপক্ষরা

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে কৃষকের ছেলের কান কামড়ে ছিড়ে নিয়েছে প্রতিপক্ষরা
শনিবার, ৩ জুলাই ২০২১



চরফ্যাশন প্রতিনিধি॥

জমি নিয়ে বিরোধের জেরধরে ভোলার চরফ্যাশনের চরকচ্ছপিয়া গ্রামে শনিবার দুপুরে জমিতে আমনধানের বীজ বপন করার সময় বরগা চাষি মজিদ চৌকিদারের ছেলে হাসান (২০)-এর কান   কামড়ে ছিড়ে নেয়ার অভিযোগ প্রতিপক্ষ   আলাউদ্দিনের বিরুদ্ধে। আহত হাসানকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মজিদ চৌকিদার অভিযোগ করেন- ভোলার চর নাংলা পাতা এলাকার জনৈক ব্যক্তির জমি দীর্ঘ বছর যাবৎ বরগা চাষাবাদ করে আসছি। শনিবার জমি চাষ শেষে বীজ বপন করতে গেলে আলাউদ্দিন চৌকিদারের নেতৃত্বে সন্ত্রাসীরা হাসানকে পিটিয়ে আহত করে তার কান কামড়ে নিয়ে যায়। আহত হাসানকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এব্যাপারে   আলাউদ্দিন   চৌকিদারের  সাথে আলাপ করলে তিনি জানান, পৈতৃক সম্পত্তি নিয়া   মজিদ চৌকিদারের ছেলেরা তার ভাগিনা শাহাবুদ্দিন ও নাছিমাকে পিটিয়ে আহত করেছেন।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ জানান, আহতদেরকে চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিতঅভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:২২   ৮৬৯ বার পঠিত