দৌলতখান ও বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রচ্ছদ » জেলা » দৌলতখান ও বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
মঙ্গলবার, ২৯ জুন ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার দৌলতখানে গোয়াল ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুন্সি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনির হোসেন ওই ওয়ার্ডের ইউনুছের ছেলে। এছাড়াও ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পানির পাম্পের মেশিন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ পারভেজ (১৯) নামে এক ইলেকট্রিশিয়ান মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পৌরসভা ২নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ পারভেজ একই উপজেলার ছোটমানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

---

মৃত মনির হোসেনের স্বজনরা জানান, মনির প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকালেও বৈদ্যুতিক মটর চালিয়ে গোয়ালঘর পরিস্কার করছিলেন। এ সময় মটরে গোলযোগ সৃষ্টি হলে পানির পাইপ ছেড়ে গিয়ে মটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীর বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি বজলার রহমান।
এদিকে, ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পানির পাম্পের মেশিন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ পারভেজ (১৯) নামে এক ইলেকট্রিশিয়ান মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পৌরসভা ২নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ পারভেজ একই উপজেলার ছোটমানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভা ২নং ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান পারভেজ। এসময় পানির পাম্প মেশিনে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৬:২১   ৬১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ