শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে জেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও বিআরটিএ ভোলা সার্কেল এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 ---

কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ বরিশাল সার্কেল এর উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআরটিএ ভোলা সার্কেল এর পরিবহন পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স। এসময় বিআরটিএ ভোলা সার্কেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, একজন চালককে গাড়ীর চালানো সম্পর্কে সব ধরনের অভিজ্ঞতা ও কৌশল থাকতে হবে। তবেই সে দক্ষ চালক হিসিবে গণ্য হবে। দুর্ঘটনা এড়াতে এবং চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ সঠিকভাবে প্রশিক্ষন দিয়ে যাচ্ছে। চালকদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, ট্রাফিক আইন, সাইন/সিগনাল, পুলিশের নির্দেশ মেনে চললে দূর্ঘটনা থেকে ঝূঁকিমুক্ত থাকবেন। বিআরটি কর্তৃক কাগজপত্র সম্পূর্ণ সঠিক রাখবেন।

বাংলাদেশ সময়: ০:২৮:১৬   ৪৩৬ বার পঠিত