শনিবার, ১১ মে ২০২৪

ঢাকা সদর ঘাটেই মারা গেলেন ভোলার কলেজ স্টাফ কনিকা

প্রচ্ছদ » ভোলা সদর » ঢাকা সদর ঘাটেই মারা গেলেন ভোলার কলেজ স্টাফ কনিকা
শনিবার, ১৯ জুন ২০২১



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অফিস সহকারী  কনিকা গাঙ্গুলী ( ৬০) ঢাকায় যেতে সদর ঘাট টার্মিনালে পড়ে গিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার তিনি ও তার ভাই এডভোকেট শংকর গাঙ্গুলী ভোলা থেকে এমভি কর্ণফুলী লঞ্চে রাত পোনে ১০টায় ঢাকা সদর ঘাটে নেমে সিএনজিতে ওঠার সময় পড়ে যান। তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে স্বামী এডভোকেট রাধেশ্যাম দত্ত, ছেলে নাট্য শিল্পী জয় ও পার্থ দত্তসহ অনেক শুভার্থীকে রেখে যান।
তার মৃত্যুতে শোক জানান, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, ওই কলেজের সহযোগি অধ্যাপক এনায়েতউল্যাহ, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম, সহকারী অধ্যাপক পিকি সাহা, ভোলা আইনজীবী সমিতির সম্পাদক নূরুল আমিন নুরনবী, এ্যাডভোকেট রবীন্দ্র নাথ দে, আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ অপু, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, ওই সংগঠনের সম্পাদক আবিদুল আলম, সাপ্তাহিক পূর্বাপর পত্রিকার সম্পাদক কবি হাসান মাহামুদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০২   ৫৫৮ বার পঠিত