শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় টানা বর্ষনে বিপর্যস্ত জনজীবন

প্রচ্ছদ » জেলা » ভোলায় টানা বর্ষনে বিপর্যস্ত জনজীবন
বুধবার, ১৬ জুন ২০২১



---

ছোটন সাহা ॥
ভোলায় সপ্তাহব্যাপী টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলার উপর দিয়ে কখনো ভারী বর্ষন কখনো গুড়ি গুড়ি বয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন  সাধারন মানুষ। বিশেষ করে দিন মজুরদের দুর্ভোগ সবচেয়ে বেশী। বৃষ্টির  কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। উপকূলের দরিদ্ররগুলো বিপাকে পড়েছেন।
এদিকে ভারী বর্ষনের কারনে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে বাধের বাইরের বিস্তীর্ন এলাকা। দুর্ভোগে পড়েছেন নদীর তীরবর্তি এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত ২৪ ঘন্টায় প্রবাহিত হয়েচে। এতে কিচু নিচু এলাকা প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আখতার জানান, ভারী বর্ষনের কারনে মেঘনার পানি বেড়েছে, তবে এতে ভয়ের কিছু নেই। পরিস্তিতি স্বাভারিক রয়েছে। অন্যদিকে বৃস্টিতে ডুবে আছে ফসলের ক্ষেত। তবে কৃষি অফিস বলছে, বৃষ্টিতে উপকার হচ্ছে কৃষকদের। বিশেষ করে আউশের চারা রোপনে সুবধিা পাচ্ছেন কৃষকরা।
আবহাওয়ায় অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৬৮.৫ মিলিমিটার বৃস্টিপাত হয়েছে। এরমধ্যে বুধবার (১৬ জুন) দুপুর পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টি আরো কিছুদিন থাকবে।
জানা গেছে, গত কয়েকদিন থেকেই টানা বর্ষন। থেমে থেমে ভারী বর্ষন আবার গুড়ি গুড়ি বৃষ্টি। বৃস্টির কারনে শহরে নেই দেখা দিয়েছে যানবাহনের সংকট। দু’চারটি রিক্সার দেখা মিললেও অনেকেই যানবাহন সংকটে বিরম্বনার মধ্যর পড়েছেন।
চরপাতিলা থেকে ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, জোয়ারের কারনে রাস্তাঘাট, ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। চর শাহজালাল এলাকার বাসিন্দা নাছির উদ্দিন বলেন, জোয়ারের পানিতে নিচু এলাকা ডুবেছে, তবে ঘরবাড়ি ডুবেনি।
ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মাহাবুবুর রহমান জানান, সপ্তাহ ধরে পুরো জেলায় ভারি বর্ষন হচ্ছে, এ অবস্থা আরো কিছুদিন থাকবে, তবে ২০ জুনের পর বৃষ্টি কমতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৩   ৫০৩ বার পঠিত