ভোলায় প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা ও দোয়া

প্রচ্ছদ » জেলা » ভোলায় প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা ও দোয়া
সোমবার, ৩১ মে ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় প্রয়াত সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আফসার উদ্দিন বাবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, জনকণ্ঠ ও মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমান, সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দীন লিটন, একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, যুগান্তরের স্টাফ রিপোর্টার ও জি-টিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন, এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিক উল্লাহ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, ঢাকা টাইমস প্রতিনিধি ইকরামুল আলম, মানব কণ্ঠ প্রতিনিধি আনোয়ার সুজন প্রমূখ।

---

সভায় বক্তারা বলেন, অধক্ষ আফসার উদ্দিন বাবুল ছিলেন একাধারে একজন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও শিল্পী। তার কর্মময় জীবনে তিনি একজন সফল শিক্ষক ছিলেন। একই সাথে তিনি প্রতিভাবান গুনী শিল্পী ছিলেন। এছাড়াও তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথিতযশা সাংদিক ছিলেন, একই সাথে রাজনৈতিক অঙ্গনেও তার পদচারনা। এক কথায় তিনি বহুগুনে গুণান্বিত ছিলেন। তার চলে যাওয়ায় ভোলার মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মতো গুনী মানুষ সচরাচর চোখে পড়ে না। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা শেষে প্রয়াত আফসার উদ্দিন বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ইকরামুল আলম।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৩   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ