শনিবার, ১১ মে ২০২৪

ভোলার ৮নং আলীনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলার ৮নং আলীনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
রবিবার, ৩০ মে ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
জন অংশীদারিত্বে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে শনিবার (২৯ মে) ভোলা সদর উপজেলার ০৮নং দক্ষিন দিঘলদী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
পরিষদ কার্যালয়ে ০৮নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বশির আহম্মেদের সভাপতিত্বে ইউপি সচিব মেনকা ঘোষ ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন এবং সকল জনগনকে করোনাকালীন সময় মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এবারের বাজেটে বিশেষ করে করোনাভাইরাস মোকাবেলার জন্য স্বাস্থ্য খাত বিশেষ করে গভীর নলকুপ, টয়লেট প্রান্তিক জনগোষ্ঠি, মহিলা, প্রতিবন্ধী, তামাক নিয়ন্ত্রন, ন্যাপকিন ও হাউজিন খাতে বরাদ্দ বেশী এবং বাজেটে এ খাতটি পৃথক করা হয়।
বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ১ শত ৯৪ টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ১৮ হাজার ৮ শত ৬ টাকা।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৮   ৪৪২ বার পঠিত