শনিবার, ১১ মে ২০২৪

চরফ্যাশনে জবাইকৃত হরিন উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে জবাইকৃত হরিন উদ্ধার
শুক্রবার, ২৮ মে ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশনে একটি জবাইকৃত হরিন উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ মে) মধ্যরাতে উপজেলার নজরুল নগর ইউনিয়নের চর নলুয়া এলাকা থেকে কোস্টগার্ডেরর একটি টিম এ হরিন উদ্ধার করে। উদ্ধারকৃত হরিনের ওজন ৪২ কেজি হবে। শুক্রবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

---

কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের চরমানিকা আউটপোস্টের একটি টিম অভিযান চালায়। এ সময় নজরুলনগর ইউনিয়নের চরনলুয়া এলাকায় তেঁতুলিয়া পাড়ে ঘাটে নোঙ্গর করা একটি নৌকায় তল্লাশি চালিয়ে হরিন উদ্ধার করা হয়। হরিনটি জবাই করা ছিলো। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিন শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। রাতেই হরিন বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আইন শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন রোধে কোস্টগার্ডের নিয়মিত এ অভিযান অব্যাহত আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে হরিন জবাইয়ের ঘটনায় বন্য প্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১:১৫:০৬   ৫৯৪ বার পঠিত