ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মনপুরায় ভেঙ্গে গেছে পাকা সড়ক ও নতুন বেড়ীবাঁধ

প্রচ্ছদ » জেলা » ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মনপুরায় ভেঙ্গে গেছে পাকা সড়ক ও নতুন বেড়ীবাঁধ
বুধবার, ২৬ মে ২০২১



আবদুল্লাহ জুয়েল, মনপুরা ॥
ভোলার মনপুরায় ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে প্রবল জোয়ারে নতুন বেড়ীবাঁধের ৫০ ফুট ভেঙ্গে যায়। এছাড়াও জোয়ারের তোড়ে ভেঙ্গে গেছে এলজিইডি নির্মিত ৪০ ফুট পাকা সড়ক। এতে উপজেলার সাথে উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে ভাঙ্গা বেড়ীবাঁধ ও ভেঙ্গে যাওয়া সড়কে দিয়ে জোয়ারের পানি ডুকে প্লাবিত হয়েছে বিস্তিৃর্ন এলাকা।
এছাড়াও জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে নতুন বেড়ীবাঁধের বাহিরে ১০ গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ।
বুধবার দুপুর ২টায় জোয়ারের তোড়ে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামে নতুন বেড়ীবাঁধ ভেঙ্গে যায়। একই সময়ে উপজেলার সাথে দুই ইউনিয়নের পাকা সংযোগ সড়কটি।

---

এদিকে উপজেলা থেকে বিচ্ছিন্ন চর কলাতলী, চর নিজাম, মহাজনকান্দি ও কাজীর চর এলাকায় ৫-৬ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ ঘরের টিনের চালে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্যরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান, চরমরিয়ম, মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক, কাউয়ারটেক, আন্দিরপাড়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর ও মাষ্টারহাটের পশ্চিম পাশের নতুন বেড়ীবাঁধের বাহিরে ৪-৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকায় ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
এছাড়াও মনপুরা ইউনিয়নে কারিতাসের নির্মিত সাইক্লোন সেন্টার ও অস্থায়ী ইউনিয়ন পরিষদের নিচে কোমর পানিতে ডুবে গেছে।
এদিকে উপজেলার মনপুরা ইউনিয়নে কূলাগাজী তালুক গ্রাম সংলগ্ন ৫০ ফুট নতুন বেড়ীবাঁধ জোয়ারের পানিতে ভেঙ্গে গেছে। অপরদিকে উপজেলার সাথে দুই ইউনিয়নের যোগাযোগের পাকা সংযোগ সড়কটির ৪০ ফুট জোয়ারের পানিতে ভেঙ্গে যায়।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, জোয়ারে ৫০ ফুট বেড়ীবাঁধ ও এলজিইডি নির্মিত পাকা সড়ক ভেঙ্গে গেছে। বেড়ীর বাহিরে বির্স্তৃন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ।
এই ব্যাপারে পাউবো নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, জোয়ার শেষ হলে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। জোয়ারের পানিতে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০৮   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ