শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
রবিবার, ৯ মে ২০২১



তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলায় তজুমদ্দিনে উচ্চফলনশীল জাতের ধান ব্যাবিলন-২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মে) সকালে উপজেলার আড়ালিয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেট এ মাঠ দিবসেন আয়োজন করে। এতে কৃষি বিভাগের কর্মকর্তা এবং শতাধিক কৃষক অংশগ্রহন করেন।
এতে উপস্থিত ছিলেন, ব্যাবিলন এগ্রিসাইন্স’র সহকারি ব্যবস্থাপক কৃষিবিদ ড. মোঃ আবু তায়েব, এরিয়া সেলস ম্যানেজার মোঃ মামুন, মার্কেটিং অফিসার লিটন আহমেদ, উপ-সহকারি কৃষি অফিসার বিরেন চন্দ্র দে প্রমুখ।
বক্তারা বলেন, উচ্চফলশীল জাতের এই ধান আউশ, আমন ও বোরো মৌসুমে আবাদ করা যায়, এটি অন্য ধানের তুলনায় কম খরচে ফলন বেশী। রোগ এবং পোকার আক্রমন কম। ঝড় বাতাসে সহজেই হেলে পড়ে না।
সুত্র জানিয়েছে, এই প্রথমববারে মত জেলার তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ১৫ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের এ ধান আবাদ হয়েছে। ফলন অনেক ভালো হওয়ায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৩   ৩৭৩ বার পঠিত