শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে এক রাতে দুই বসতঘরে চুরি

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে এক রাতে দুই বসতঘরে চুরি
মঙ্গলবার, ৪ মে ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে সোমবার রাতে সিঁদ কেটে পৃথকভাবে দুই বসতঘরে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পোদ্দার বাড়ি ও সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা দরিদ্র কাঠমিস্ত্রি দিলীপ পোদ্দারের ঘরে সিঁদ কেটে ঢুকে ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে চোরেরা পাশের সরকার বাড়ির স্বর্নের দোকানের কারিগর কৃষ্ণ চন্দ্র সরকারের ঘরে সিঁদ কেটে ঢোকে। এ সময় টের পেয়ে কৃষ্ণ চন্দ্র বাড়ির লোকজনের সহযোগিতায় ধাওয়া করে সায়েদ নামে এক চোরকে ধরে ফেলে। সায়েদ ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আইয়ূব আলীর ছেলে। জহির নামে অপর চোর ১০ হাজার টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে রাতেই স্থানীয় ইউপি সদস্য সেলিম এসে ধৃত চোর সায়েদকে দিলীপ পোদ্দারের চুরি যাওয়া ১০ হাজার টাকা ফেরত দেয়ার শর্তে ছাড়িয়ে নেয়।
এব্যাপারে ইউপি সদস্য সেলিম জানান, রাত দুইটার সময় স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সায়েদকে দেখতে পায়। পরে দিলীপ পোদ্দার ও কৃষ্ণ চন্দ্র সরকার বিষয়টি মিমাংশা করে দিতে বলে। বিষয়টি মিমাংশা করে সেখান থেকে চলে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:১৫:০০   ৩৮৩ বার পঠিত