শনিবার, ১১ মে ২০২৪

বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জয়নাল আবেদীনের আজ ৩য় মৃত্যুবার্ষিকী

প্রচ্ছদ » ভোলা সদর » বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জয়নাল আবেদীনের আজ ৩য় মৃত্যুবার্ষিকী
সোমবার, ৩ মে ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের অধিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জয়নাল আবেদীন এর আজ ৩য় মৃত্যুবার্ষিকী। তিনি ঢাকা থেকে ভোলায় এসে বহু বাচ্চাদের পড়ায় খরচ দিয়ে ঢাকায় ফেরার পথে ২০১৮ সালের ২১শে রমজান মাঝরাতে কর্ণফুলী-১০ লঞ্চে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজিউন)।
মরহুম জয়নাল আবেদনী ধনিয়ার আলগী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩৭ সালের ১৪ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। ব্যক্তি জীবনে মরহম জয়নাল আবেদনী একজন কৃষি কর্মকর্তা ছিলেন।

---

উল্লেখ্য, ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামে যখন একেবারে শিক্ষার হার শূণ্যের কোঠায় ছিলো তখন মরহুম জয়নাল আবেদীন ১৯৫৭ সালে আলগী গ্রামে শিক্ষার আলো পৌঁছে দেয়ার প্রত্যয়ে খোলা ময়দানে একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। তার তিলে তিলে গড়া প্রতিষ্ঠান আলগী সরকারী প্রাথমিক বিদ্যালয়। মরহুম জয়নাল আবেদনী এর প্রচেষ্ঠায় অশিক্ষিত আলগী গ্রাম আজ শিক্ষার আলোয় আলোকিত। তিনি বহু ছেলে মেয়েদের বিনামূল্যে বই, এসএসসির ফরম ফিলাপ করে দিয়েছেন। আজ ধনিয়া ইউনিয়নের কৃতি সন্তান মরহুম জয়নাল আবেদীনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে কবি মাকসুদুর রহমান মরহুমের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ২২:২০:১৬   ৪২২ বার পঠিত