শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় তিন তরমুজ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় তিন তরমুজ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বুধবার, ২৮ এপ্রিল ২০২১



---

স্টাফ রিপোর্টার ॥
বেশি দামে বিক্রি ও দাম নির্ধারণ না করায় ভোলায় ৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ভোলার নতুন বাজারে অভিযান চালিয়ে তিন তরমুজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ২০০৯ এর ধরায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিবর ওসমান এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিবর ওসমান জানান, গত কয়েকদিন ধরে ভোলার কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করছে। তারা তরমুজের দাম নির্ধারণ না করে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। আমরা অভিযান চালিয়ে ৩জনকে ৬ হাজার টাকা জরিমানা করি এবং তাদেরকে সতর্ক করেছি।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২৭   ৪৭৫ বার পঠিত