শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় ব-দ্বীপ ফোরামের সচেতনতামূলক কার্যক্রম

প্রচ্ছদ » জেলা » ভোলায় ব-দ্বীপ ফোরামের সচেতনতামূলক কার্যক্রম
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
করোনা প্রতিরোধে ভোলা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব-দ্বীপ ফোরাম ভোলার বিভিন্ন গণপরিবহন, বাস স্টেশন বা বাজারে লিফলেট, ফেস্টুন ও ফেসবুকের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভোলা সদর উপজেলা সহ জেলার প্রতিটি উপজেলায় প্রায় ১৩১ জন স্বেচ্ছাসেবক উক্ত কার্যক্রম এ স্বেচ্ছায় সফলভাবে বাস্তবায়ন করছে। ব-দ্বীপ ফোরাম মানুষের মাঝে সচেতনতামূলক বার্তাগুলো পৌঁছে দেন। হাঁচি-কাশিতে টিস্যু, কাপড়, কনুই ব্যবহার, টাকা গণনার পর অবশ্যই হাত ধোয়া, সাবান বা স্যানিটাইজার ব্যবহার করে নিয়মিত হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করছে, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ যাতে কেউ স্পর্শ না করেন।

---

এ বিষয়ে ব-দ্বীপ ফোরাম এর প্রধান সমন্বয়কারী বলেন, ‘বাংলাদেশের এই দুঃসময়ে জেলার অনেক জেলে শিশু, ভাসমান মানুষ পথে-ঘাটেই দিন-রাত কাটাচ্ছে। যা খুবই মর্মাহত করে। মানুষগুলো সামাজিক দূরত্ব কী, তা বুঝতে পারে না। তাদের নেই কোনো মাস্ক, নেই হাত ধোয়ার ব্যবস্থা। কতটা ঝুঁকি নিয়ে দিন-রাত রাস্তার পাশেই থাকতে হচ্ছে। বাসা থেকে বের হওয়া এ মুহূর্তে ঝুঁকির হলেও অসহায় মানুষের পাশে থাকতে পারছি, এটাই বড় কথা।

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৭   ৩৭৫ বার পঠিত