শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় মাস্ক পরিধান না করায় আরো ৫৬ জনের জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় মাস্ক পরিধান না করায় আরো ৫৬ জনের জরিমানা
রবিবার, ১১ এপ্রিল ২০২১



স্টাফ রিপোর্টার ॥
মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোলায় আরো ৫৬ জনকে ৩২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে রবিবার (১১ এপ্রিল) রাত পর্যান্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে  এ জরিমানা আদায় করে। এ নিয়ে গত ১০ দিনে জেলায় ৮৩৬ জনকে জরিমানা করা হলো।

---

এছাড়াও বিভিন্ন এলাকায় মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট।
জরিমানা আদায়কৃতদের মধ্যে ভোলা সদরে ১৯ জনকে ২ হাজার ৮৫০ টাকা, দৌলতখানে ৩ জনের ১২০০ বোরহানউদ্দিনে ৭ জনের ৯ হাজার২০০ টাকা, লালমোহনে ২৩ জনের ১৪ হাজার ১৮ হাজার ৪০০ ও তজুমদ্দিনে ৪ জনকে ৬০০ টাকা,জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন পৃথক অভিযানে ৫৬ মামলায় ৫৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয় ও জনগনের মাঝে  মাস্ক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৬   ৩৬৪ বার পঠিত