শনিবার, ১১ মে ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় ৩৪ জেলেকে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় ৩৪ জেলেকে জরিমানা
শনিবার, ১০ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার মেঘনায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। শনিবার (১০ এপ্রিল) মেঘনা নদীর ভোলার চর নামক এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন পুলিশের একটি টীম নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

---

 

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন বলেন, মার্চ-এপ্রিল দুই মাস সরকার মেঘনা তেতুলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে। কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার ভোলার চর নাম এলাকায় মাছ শিকার করছিলো। খবর পেয়ে সদর থানার পুলিশের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় ৩৪ জেলেকে আটক করেছি। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের নিষেধাজ্ঞার সময় মেঘনা ও তেতুলিয়ায় জাটকা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:০০:০১   ২৮০ বার পঠিত