শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে পিটিয়ে আহত

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে পিটিয়ে আহত
সোমবার, ৫ এপ্রিল ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলার দৌলতখানে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন, মহিউদ্দিন, মনু মাঝি ও আল আমিন। উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সোমবার এ মারধরের ঘটনা ঘটে। আহতরা হলেন, ভুট্ট মাঝি (৪৫) তার ছেলে নোমান (১৮) ও নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে তানিয়া (২২)। আহতদের মধ্যে ভুট্ট মাঝি দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিািকৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

---

হাসপাতালে চিকিৎসাধীন ভুট্ট মাঝি জানান, তার নৌকার শ্রমিক বাবু নদীর পানি মহিউদ্দিনের ছেলে রিয়াজের গায়ে মারেন। এতে করে রিয়াজের শরীরে কাপড়-চোপড় ভিজে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাবুকে মারধর করেন রিয়াজ। বিষয়টি জানতে পেরে ভুট্ট মাঝির ছেলে নোমান উভয়পক্ষের ঝগড়া মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেন। মীমাংসার একপর্যায়ে নোমানের ওপর হামলা করেন করেন রিয়াজের বাবা মহিউদ্দিন, চাচা মনু মাঝি ও মামা আল আমিন। খবর পেয়ে নোমানের বাবা ভুট্ট মাঝি ও নয় মাসের অন্তঃসত্ত্বা বোন তানিয়া এগিয়ে আসলে তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান।
এদিকে মহিউদ্দিন জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ভুট্ট মাঝির মারধর ধরে তাদেরপক্ষের একজন নারী আহত হয়েছেন বলে তিনি দাবী করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫৮   ৩৬৪ বার পঠিত