মনপুরায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ ১০জনের মনোনয়নপত্র দাখিল

প্রচ্ছদ » জেলা » মনপুরায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ ১০জনের মনোনয়নপত্র দাখিল
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১



মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় প্রথমধাপে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্যাপক শোডাউনের মাধ্যেমে হাজীরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আ’লীগের মনোনীত দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও ওই দুই ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ৩ (তিন) জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী ২ (দুই) জন, ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২ (দুই) জন মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার সকাল থেকে প্রার্থীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার সঞ্জীব কুমার সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

---

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আ’লীগের মনোনীত প্রার্থী হিসাবে হাজিরহাট ইউনিয়নে উপজেলা আ’লীগের সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে বিদ্রোহী প্রার্থী হিসাবে হাজিরহাট ইউনিয়নে যুবলীগের সহসভাপতি নিজামউদ্দিন হাওলাদার ও উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি অহিদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী হিসাবে হাজীরহাট ইউনিয়নে আলী আজগর মাহমুদ ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ডাঃ আবদুল মোতালেব ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাজিরহাট ইউনিয়নে ফখরুদ্দিন তৈহীদ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আবদুল ছাত্তার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।
আ’লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম সহ অন্যান্যরা।
উল্লেখ্য, প্রথমধাপে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ভোটগ্রহন ১১ এপ্রিল।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৬   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ