শনিবার, ১১ মে ২০২৪

ভোলার সাবেক কমিশনার জসিম উদ্দিন আহাম্মদের রোগমুক্তির কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলার সাবেক কমিশনার জসিম উদ্দিন আহাম্মদের রোগমুক্তির কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব খুরশীদ আলমের বড় ছেলে ভোলা ডায়াবেটিক হাসপাতালের জমিদাতা, অসংখ্য মসজিদ, মাদাসাসহ দ্বীনি প্রতিষ্ঠানের দানকারী ও পৌরসভার তিন বারের কমিশনার আলহাজ্ব জসিম উদ্দিন আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আজগর হাসপাতালে চিকিৎসাধীন (আইসিইউ)তে আছেন। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনের দ্রুত রোগ মুক্তি কামনায় শুক্রবার ভোলার খলিফাপট্টি জামে মসজিদে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ভোলা ডায়াবেকিট সমিতি আয়োজিত দোয়া মুনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, সিনিয়র আইনজীবী এডভোকেট মাকসুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, ভোলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক এম এ বারী, ভোলা ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আবু মিয়াসহ ভোলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন, ভোলা খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের খতিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিরউদ্দিন।
ভোলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের পক্ষ থেকে ভোলার সকল শ্রেণী পেশার জনগনকে আলহাজ্ব জসিম উদ্দিন আহাম্মদের আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০১   ৫২০ বার পঠিত