পৌর ৩নং ওয়ার্ডে ৫৬ কোটি টাকার উন্নয়ন হয়েছে ॥ উঠান বৈঠকে মেয়ের প্রার্থী মনিরুজ্জামান

প্রচ্ছদ » জেলা » পৌর ৩নং ওয়ার্ডে ৫৬ কোটি টাকার উন্নয়ন হয়েছে ॥ উঠান বৈঠকে মেয়ের প্রার্থী মনিরুজ্জামান
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১



ইমতিয়াজুর রহমান ॥
পঞ্চম ধাপে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থনে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির ও পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ও বর্তমান কাউন্সিল সালাউদ্দিন লিংকনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের টাউন স্কুল খেলার মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

---

এতে প্রধান বক্তা ছিলেন আধুনিক ভোলা পৌর সভার রুপকার দুবারের সফল মেয়র মো: মনিরুজ্জামান মনির। এসময় তিনি বলেন, ভোলা পৌরসভা ৩নং ওয়ার্ডে গত ৫ বছরে ৫৬ কোটি চব্বিশ লক্ষ বায়ান্ন হাজার টাকার উন্নয়ন হয়েছে এবং কিছু কাজ চলমান আছে। উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ওয়ার্ডের উন্নয়ন ও শান্তির জন্য ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংক ভাইকে উট পাখি মার্কায় ও নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান।
নৌকা মার্কার মেয়র প্রার্থী মো: মনিরুজ্জামান মনির হুঁশিয়ারী দিয়ে বলেন, নির্বাচনে কোন রকম কারচুপি করতে দেয়া হবেনা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। তাই সবাই যার যার ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। কোন ধরনের গুজবে কান না দিয়ে সঠিক সময়ে ভোটাধিকার প্রয়োগের আহবানও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমূখ।
আগামী ২৮ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে পৌরসভায় এ ভোট অনুষ্ঠিত হবে। এসময় ৩নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রিন্ট এবং ইলেক্ট্রেনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৪২:৩৯   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ