শনিবার, ১১ মে ২০২৪

লালমোহনের কালমা ভূমি অফিসের রাকিবের কাছে জিম্মি সাধারণ মানুষ

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনের কালমা ভূমি অফিসের রাকিবের কাছে জিম্মি সাধারণ মানুষ
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১



ভ্রাম্যমান প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক রাকিব নিয়ম বর্হিভূতভাবে জনগনের কাছ থেকে খতিয়ানের ফটোকপি দিয়ে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী এলাকার হিমু মাস্টার ও সেন্টু জানান, টাকার বিনিময়ে প্রতি খতিয়ানে ২/৩ শত টাকা নিয়ে রাকিব জনগনকে নিয়ম বর্হিভূতভাবে খতিয়ানের ফটোকপি দিয়ে যাচ্ছে। এছাড়াও অনেক লোকের কাছ থেকে প্রাপ্ত অভিযোগে জানা যায়, রাকিব কোন এক অশুভ শক্তির বলে কাউকে পরোয়া করে না। কালমা ইউনিয়নের ভূমি অফিসের ভূমি কর্মকর্তা রাবেয়া খাতুনের কাছেও রাকিবের এই অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ করেও কোন সুরাহা পায়নি ভুক্তভোগীরা। অথচ সহকারী কমিশনার ভূমি (লালমোহন) মোঃ জাহেদুল ইসলাম ২-১১-২০ইং তারিখে ২৫৮ স্মারকে সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের লিখিত চিঠিতে নির্দেশ দেন যেনো আরওআর এর ফটোকপি সরবরাহ না করার জন্য। এসকল নির্দেশকে উপেক্ষা করে রাকিব তার এই অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
এ ব্যাপারে মোঃ বাবুল বাদী হয়ে জেলা প্রশাসক বরাবরে রাকিবের এই অনিয়মের একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৮   ৩০৮ বার পঠিত