শনিবার, ১১ মে ২০২৪

ভোলা পৌরসভা নির্বাচনের গণসংযোগকালে মনিরুজ্জামান- জনগনের সেবক হিসাবে কাজ করে জেতে চাই

প্রচ্ছদ » জেলা » ভোলা পৌরসভা নির্বাচনের গণসংযোগকালে মনিরুজ্জামান- জনগনের সেবক হিসাবে কাজ করে জেতে চাই
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১



আদিল হোসেন তপু ॥
পঞ্চম ধাপে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ভোলা ৮নং ওয়ার্ডের পিটিআই মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ভোলা পৌর সভার দুবারের সফল মেয়র মো: মনিরুজ্জামান মনির। এসময় তিনি বলেন, নৌকা মার্কার মেয়র প্রার্থী মো: মনিরুজ্জামান মনির বলেন, পৌর মেয়র নির্বাচিত হলে পৌর পিতা নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করবো। উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এসময় তিনি বলেন, এবার ইভিএম পদ্ধতিতে ভোট হবে। সুষ্ঠভাবে ভোট হবে। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন। কোন বিশৃঙ্খলা করা চলবেনা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। বহিরাগত দিয়ে কেন্দ্র দখলের দিন শেষ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান সবাইকে।

---

এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন নুরনবী প্রমুখ। আগামী ২৮ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে পৌরসভায় এ ভোট অনুষ্ঠিত হবে। এসময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী,  আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রিন্ট এবং  ইলেক্ট্রেনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৪১:১৩   ৫০৮ বার পঠিত