শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে স্কুল ছাত্রের ওপর হামলা

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে স্কুল ছাত্রের ওপর হামলা
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১



---

দৌলতখান প্রতিনিধি ॥
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে রিয়াদ নামে এক নবম শ্রেণিতে পড়–য়া স্কুলছাত্রের ওপর হামলা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সিরাজ গংদের বিরুদ্ধে। উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সোমবার এ ঘটনা ঘটে। আহত রিয়াদ দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রিয়াদের পিতা কবির হোসেন বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রিয়াদের বাবা কবির জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে একই এলাকার সিরাজ গংদের সঙ্গে। সোমবার সকালে তার ছেলে রিয়াদ দোকান থেকে বাড়ি ফেরার পথে সিরাজ, কুট্টি ও মিলন ঐক্যবদ্ধ হয়ে রিয়াদকে লাঠিসোটা দিয়ে মারধর করে। এরপর ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ৯৯৯ ফোন দিলে থানার উপ-পরিদর্শক শহিদুল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে মিলন জানান, আমরা কাউকে কোন মারধর করেনি। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৩৪:৫৯   ৪১২ বার পঠিত