শনিবার, ১১ মে ২০২৪

দেউলা রহমানিয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরুস্কার বিতরণ

প্রচ্ছদ » ইসলাম » দেউলা রহমানিয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরুস্কার বিতরণ
রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা রহমানিয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উক্ত মাদ্রাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাওঃ ফয়জুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সমাজসেবা অফিসার মুহাম্মাদ বাহাউদ্দিন, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমাদ উল্লাহ আনসারী, মাওঃ শিহাবুদ্দিন, মাওঃ শামীমসহ মাদ্রাসার শিক্ষক কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিবাবকগণ উপস্থিত ছিলেন।

---

এসময় সাংস্কৃতিক ও শরীর চর্চায় ১৩টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে মোট ২৪৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, উপজেলার দেউলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ২০১০ সালে মাওঃ আমির হোসেন মাদ্রাসাটি প্রতিষ্ঠিা করেন। বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে নূরানী ও হেফজ বিভাগসহ শিশু থেকে আলিম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীদের বেতন ও স্থানীয়দের সহযোগীতায় পরিচালিত হয়। বর্তমানে মাদ্রাসায় প্রায় সাড়ে ৩শ’র মত ছাত্র-ছাত্রী রয়েছে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত ক্লাসরুম অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় বিপাকে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাই মাদ্রাসাটি পরিচালনার জন্য সরকারি এবং বেসরকারিভাবে সহযোগীতা চায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৬   ৪৫২ বার পঠিত