শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় প্রার্থীতা ফিরে পেলেন এক মেয়রসহ ৬ প্রার্থী

প্রচ্ছদ » জেলা » ভোলায় প্রার্থীতা ফিরে পেলেন এক মেয়রসহ ৬ প্রার্থী
বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার দুই পৌরসভায় প্রার্থীরা ফিরে পেলেন এক মেয়র প্রার্থীসহ ৬ জন। বুধবার (১০ ফেব্রুয়ারি) আপিল শুনানির শেষ দিন তাদের মনোনয়ন বৈধ ঘোষনা করেন আপিল কর্তৃপক্ষ ও ভোলার জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
এরআগে দল ফনামায় সঠিক তথ্য না থাকা ও ঋন খেলাপিসহ বিভিন্ন অভিযোগে ভোলায় ২ ও চরফ্যাশনর পৌরসভায় দুই মেয়রসহ ১১ জনের প্রার্থীর মনোনয়পত্র বাতিল করে রির্টানিং অফিসার। বাতিলকৃতদের মধ্যে ৮ জন আপিল করেছেন। তাদের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

 

বৈধ প্রার্থীরা হলেন, ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব হোসেন ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: ইসমাইল হোসেন। অন্যদিকে চরফ্যাশন পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী ছিদ্দিকুর রহমান, সংরক্ষিত ৭.৮ ও ৯নং ওয়ার্ডের প্রার্থী হোসনে আরা এবং ১,২ ও ৩নং ওয়ার্ডের প্রার্থী কামরুন নাহার।
ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতিক বরাদ্দ এবং ২৮ ফেব্রুয়ারি ভোলা এবং চরফ্যাশন পৌরসভার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এই প্রথম বারের মত ভোলায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৬   ৪০১ বার পঠিত