শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে গণশুনানি অনুষ্ঠিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে গণশুনানি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥
শম্ভুপুর ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন প্রতিনিধির আয়োজনে, বে-সরকারী উন্নয়ন সংস্থা চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, কৃষি অফিস ও শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গণশুনানিতে শম্ভুপুর ইউনিয়নের কৃষক, প্রান্তিক খামারি ও সুশীল সমাজের ৮০ জন নারী পুরুষ প্রতিনিধি শুনানিতে অংশ নিয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, উপজেলা কৃষি অফিস ও শম্ভুপুর ইউনিয়ন পষিদের বিভিন্ন সেবা বিষয়ে তারা প্রশ্ন করেন। পরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম ও ৫নং শম্ভুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন লিটু নিজ নিজ দপ্তরের প্রশ্নে উত্তর দেন।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, শম্ভুপুর ইউনিয়নের সচিব মেজবাহ উদ্দিন স¤্রাট, সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নুরনবী নসু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প সমন্বয়ক বাসুদেব গুহ।

বাংলাদেশ সময়: ০:৪১:২৪   ৪১৯ বার পঠিত