ভোলার বাজারে বৃদ্ধি পেয়েছে শীতকালীন সবজির চাহিদা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার বাজারে বৃদ্ধি পেয়েছে শীতকালীন সবজির চাহিদা
শনিবার, ২১ নভেম্বর ২০২০



---

আজকের ভোলা রিপোর্ট ॥
উত্তর ভোলার কাচিয়া, বাপ্তা, পূর্ব ও পশ্চিম ইলিশা এ চারটি ইউনিয়নের মধ্যমনি প্রানকেন্দ্র পরানগঞ্জ বাজার। যে বাজারে শীতের পহেলা মৌসুমই উঠতে শুরু করেছে নানান আগাম শীতকালীন শাক-সবজি। তবে চাহিদা থাকলেও সবজির দাম বৃদ্ধি হওয়ায় বিগত বছরের তুলনায় এ বছর করোনাকালীন সময়ে দোকান গুলোতে বেচাকেনা অনেক কম।
বাজারের খুচরা দোকান গুলোতে ফুলকপি ৭০ টাকা, মুলা ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, প্রতি পিস লাউ ৭০-৮০ টাকা। ধনিয়া পাতা কেজি প্রতি ১০০-১২০ টাকা, শিম ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কোমর ৪০-৪৫ টাকা। এক ক্রেতা জানান, দাম বেশি থাকায় পকেট ভর্তি টাকা নিয়ে আসলেও ব্যাগ ভর্তি বাজার নিয়ে যাইতে পারিনা। এছাড়া একাধিক ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর শীতকালীন সবজির দাম অনেক বৃদ্ধি থাকায় কিনতে চাইলেও ইচ্ছে মত কিনতে পারছি না।
পরানগঞ্জ বাজারের কাচামাল ব্যবসায়ী মো: নাজিম বলেন, গত বছরের তুলনায় এ বছর সবজির দাম অনেক বৃদ্ধি যার কারনে ক্রেতারা পরিমানে কম কিনে। ব্যবসায়ী খোকন বলেন, বেচাকেনা কম কিন্তু সবজির দাম বৃদ্ধি থাকায় ক্রেতারা চাহিদা মত কিনতে পারছে না। এছাড়া, আরো একাধিক ব্যবসায়ীরা জানান, বিগত কোন বছরে শীতের সবজির এমন দাম দেখেনি। ব্যবসায়ীরা বলেন এ বছর সবজির দাম অনেক বেশি।
এদিকে বাজার ঘুরে দেখা যায়, পরানগঞ্জ বাজারের পাশ্ববর্তী এলাকা কাচিয়া, বাপ্তা, পূর্ব ও পশ্চিম ইলিশার চাষীদের তাদের উৎপাদিত আগাম জাতের শাকসবজি নিয়ে বাজারে বিক্রির জন্য আসছেন। কেউ এনেছেন লাউ, কেউ বরবটি, শিম, করলা, লাল শাক সহ ইত্যাদি শীতকালীন আগাম শাক-সবজি। আর এসব সাক সবজি কিনতে পরানগঞ্জ বাজারে ভিড় করেছেন ভোলা শহরের কাচাবাজারের পাইকাররা সহ বিভিন্ন এলাকার ত্রেতা এবং স্থানীয়রা। প্রতিদিন এ বাজারের শাক-সবজি যাচ্ছে ভোলা সদরের কাচাবাজার সহ বিভিন্ন হাট-বাজারে। দাম বৃদ্ধি থাকায় এ বছর আগাম শীতকালীন সবজি চাষ করে বাজারে বিক্রি করে পাশ্ববর্তি এলাকার চাষীরাও বেশ ভাল দাম পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২:১২:৩৬   ৬১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
সমাজসেবী এবিএম শাহজাহান স্মরণে শোকসভা ও দোয়া
পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
চরপাতা ইউনিয়নে কৈশর কর্মসুচির আয়োজনে দেশের গান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা



আর্কাইভ