বুধবার, ১ মে ২০২৪

লালমোহনে প্রতিপক্ষের হামলায় আহত-৩

প্রচ্ছদ » নারী ও শিশু » লালমোহনে প্রতিপক্ষের হামলায় আহত-৩
শনিবার, ২১ নভেম্বর ২০২০



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার চরভুতায় সেচ ড্রেণ জবরদখল ও ভেঙে ফেলা থেকে রক্ষা করতে গিয়ে মিনারা বেগম নামের এক নারীসহ ৩জনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মিনারা বেগম, তার স্বামী শফিউল্যাহ ও মেয়ে আরজু। আহতরা লালমোহন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার শফিউল্যাহ ম্যানেজার বাড়ির শফিউল্যাহ দীর্ঘ ২০/২৫ বছর জমি সেচের জন্য ড্রেন করে চাষাবাদ করছেন। কিন্তু ড্রেণের পার্শ্বের কিছু জমি ক্রয় করে হানিফ গংরা। তবে এখনও দলিল না হতেই জমি দখলের জন্য শফিউল্যাহর ড্রেণ ভেঙে ফেলে।

---

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হানিফ ও তার স্ত্রী পারভীন, কন্যা রিপা, হেজু ও আলমগীরসহ কয়েকজন মিলে সেচ ড্রেনের বিভিন্ন স্থানে ভেঙে ফেলে। এতে বাধা দিতে গেলে মিনারা বেগমের উপরে অতর্কিত হামলা চালায় হানিফ গংরা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হন স্বামী শফিউল্যাহ ও মেয়ে আরজু।
এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শফিউল্যাহ।
লালমোহন থানার এসআই সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষই হাসপাতালে ভর্তি রয়েছে। তবে শফিউল্যাহ থানায় অভিযোগ করলেও অন্য পক্ষ এখনও কোন অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২:০৯:৫৬   ৪৫৫ বার পঠিত