চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার চরতোফাজজল গ্রামের মৃত আলম তালুকদারের ছেলে তানভীর ওরফে আজাদের ৩টি গরু চরকচুয়া থেকে গত ১৬ নভেম্বর রাতে চোরাইকারীরা চুরি করে নিয়েছে।
স্থানীয়রা লালমোহন থানার চর কচুয়া গ্রামের দলুর ছেলে হেজু (৪৫), রফিজল তালুকদারের ছেলে জন্টু (৪৫), শুক্রুর আলীর ছেলে সবুজ (৩০) কে গরু চুরির সন্দেহে আটক করে দুলার হাট থানায় সোপর্দ করেছন।
আজাদ জানান, থানা পুলিশের কাছে হেজু গরূ চুরির কথা স্বীকার করেছেন। থানা পুলিশ চুরির সন্দেহভাজন আটক তিনজন স্থানীয় নীল কমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের জিম্মায় দিয়ে ফয়সালার পরামর্শ দিয়েছেন। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন এর কোনো সমাধান দেয়া হয়নি।
দুলার হাট থানায় অফিসার ইনচার্জ মুরাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।