বিএনপি যতো কথাই বলুক তারা ১৯ সালের নির্বাচনে আসবে ঃ বাণিজ্যমন্ত্রী

প্রচ্ছদ » জেলা » বিএনপি যতো কথাই বলুক তারা ১৯ সালের নির্বাচনে আসবে ঃ বাণিজ্যমন্ত্রী
শনিবার, ১০ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
বাণিজ্য মন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন, বিএনপি যতো কথা বলুক তারা ১৯সালের নির্বাচনে আসবে। কারন ২০১৪ সনের নির্বাচেন না এসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এতিম হয়েছে, এটা তারা উপলব্ধি করে। ১৯ সালে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশনার। তাদের নির্বাচনে আসতেই হবে। তাদের না এসে কোন উপায় নেই। নির্বাচনে না আসলে তারা অস্তিত্ব সংকটে পরবে শনিবার সকালে ভোলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় থেকে দেশের কোন উন্নয়ন করেনি। পদ্মা সেতুর মতো কাজ পর্যন্ত  বন্ধ করে দেয়। রাষ্ট্র চালিয়েছে হাওয়া ভবন। আমাদের আমলে সেই হাওয়া ভবন নেই। তিনি আরো বলেন, হাওয়া ভবন থেকে নির্দেশ পেয়ে প্রধানমন্ত্রীকে গ্রেনেড মেরে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। আজকের জঙ্গী সন্ত্রাস বিএনপির আমলে সৃষ্টি করা হয়েছে। তারাই এটা সৃষ্টি করেছে। যখন জঙ্গী সন্ত্রাসীদের ধরা হয় তখন তাদের পক্ষে খালেদা জিয়া বিবৃতি দেয়।
তোফায়েল আহমেদ বলেন, অতীতে ভোলায় যারা এমপি ছিলো তারা কোন উন্নয়ন করেনি। তারা ভোটের সময় এসে ভোট চায়। আমাদের সরকারের আমলে যে উন্নয়ন হয় তা বিএনপির আমলে হয়না। আমরা নদী ভাঙন রোধে প্রায় ১৬শত কোটি টাকা বরাদ্ধ করেছি। সেই কাজ চলছে। ভোলা-বরিশাল তেতুলিয়া নদীর উপর ব্রীজ হবে। ভোলার উন্নয়নে ৪৬৫ কোটি টাকার অবকাঠামো নির্মানের জন্য বরাদ্ধ করেছি। ভোলায় কোন কাচা রাস্তা থাকবে না। মন্ত্রী তাই বর্তমান সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে আ’লীগেক আবারো ভোট দিয়ে ১৯ সালের নির্বাচনে জয় যুক্ত করার জন্য আহবান জানান। এবং কর্মীদের আওয়ামীলীগকে জয়যুক্ত করতে কাজ করার নির্দেশ দেন।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রী ভোলা সদর উপজেলার ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইকোন সেল্টারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন। এসময় প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগ যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩২   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ