শনিবার, ১১ মে ২০২৪

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ ভোলার অসুস্থ রাকিবের ॥ উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা

প্রচ্ছদ » ভোলা সদর » অর্থের অভাবে চিকিৎসা বন্ধ ভোলার অসুস্থ রাকিবের ॥ উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২০



 

---

ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের দরিদ্র রিকশা চালক ছালেহ আহমেদের ছেলে মোঃ রাকিব হোসেন (২০)। এক বছর আগে রাকিবের পায়ে একটি টিউমার হয়। টিউমারটি দিন দিন বড় হতে থাকে। বিভিন্ন ডাক্তার দেখিয়েও যখন রাকিবের অবস্থার উন্নতি হয়নি। তখন স্থানীয়দের কিছু সহযোগিতায় রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় রাকিবের ক্যান্সার ধরা পড়ে। সেখান থেকে রাকিবকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দরিদ্র রিকশা চালক সালেহ আহমেদ তার দারদেনা করে রাকিবের চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব। চিকিৎসকরা জানিয়েছে রাকিবকে বাঁচাতে হলে তার দুটি পা কেটে ফেলতে হবে। পায়ের অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। কিন্তু রাকিবের পরিবার এই ব্যয় বহন করতে অক্ষম হওয়ায় সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। সকলের সহযোগিতায় হতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে রাকিব। অসুস্থ রাকিবকে সহযোগিতা করতে ০১৭৪১৫৭৯৬৯৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪০   ৫৩১ বার পঠিত