শনিবার, ১১ মে ২০২৪

ফ্রান্সে বিশ্ব নবী সা: কে অবমাননার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রচ্ছদ » ইসলাম » ফ্রান্সে বিশ্ব নবী সা: কে অবমাননার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০



শাহিন আলম মাকসুদ, লালমোহন ॥
ভোলা-লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে ৪ নভেম্বর বুধবার সকালে বদরপুর ইউনিয়নের সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্দ্যেগে বিশ্ব নবীর অপমান, সহিবে না’রে মুসলমান। মাইক্রোর দুই গালে, জুতা মারো তালে তালে। এই শ্লোগানকে সামনে রেখে ফ্রান্সের সরকারী পৃষ্ঠপোষকতায় দোজাহানের বাদশা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

---

উক্ত তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন, দেবীরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
উক্ত তৌহিদী জনতার মিছিলে উপস্থিত ছিলেন, বদরপুর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক, আসাদ মেলকার, ছানাউল্লাহ, সেকান্তর হাওলাদার, মাওঃ মোঃ রফিক, মাওঃ মোঃ আবুল হাসেম প্রমূখ। বিক্ষোভ মিছিলটি দেবীরচর বাজার থেকে শুরু করে আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী কলেজ প্রদক্ষিণ করে দেবীর চর বাজার চৌরাস্তায় এসে শেষ হয়।
মিছিল শেষে স্থানীয় তৌহিদী জনতা ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোর পুত্তলিকা সহ ফ্রান্স প্রেসিডেন্টের কূশপুত্তলিকা দাহ করে এবং বিশ্ব নবী সা: এর প্রেমিকগন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাপ্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০:০৪:২৬   ৪৩৭ বার পঠিত