শনিবার, ১১ মে ২০২৪

মনপুরার মেঘনায় নিঝুম দ্বীপের ১১ জেলে আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরার মেঘনায় নিঝুম দ্বীপের ১১ জেলে আটক
সোমবার, ২৬ অক্টোবর ২০২০



মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরার মেঘনায় মা ইলিশ শিকারের সময় হাতিয়ার নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নের্তৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ টিম।
সোমবার ভোর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলী সংলগ্ন পূর্বপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে আটককৃত জেলেদের এক বছর করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

---

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন, খোকন, সোহেল উদ্দিন, রুবেল, সোহেল, হেলাল, সাদ্দাম হোসেন, বেচু মাঝি, রায়হান, আমজাদ, ইদ্রিস। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মনপুরার মেঘনায় ইলিশ শিকারে সময় নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়।
উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর একশত নব্বই কিলোমিটার এলাকায় সব ধরনে মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫২   ৪৯২ বার পঠিত