ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ

প্রচ্ছদ » জেলা » ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০



ছোটন সাহা ॥
বিলম্বে হলেও ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। এতে কিছুটা হলেও সন্তুষ্ট জেলেরা। ঘাটগুলো সরগরম হয়ে উঠঅর পাশাপাশি ব্যস্ততা বেড়েছে জেলেদের।
জেলেরা জানান, ইলিশ মৌসুম ফুরিয়ে যাওয়ার শেষ পর্যায়ে এসে যে পরিমান ইলিশ মিলছে তা তুলনামুলক কম। তবুও জাল নৌকা নিয়ে নদীতে ছুটছেন জেলেরা। বিগত সময়ের লোকসান পুশিয়ে ঘুরে দাড়ানোর চেস্টা করছেন তারা।

---

এদিকে জেলেদের আহরিত মাছ ঘাটেই আড়ৎদার মাধ্যমে বিক্রি হচ্ছে। জমজমাট হয়ে উঠছে মাছের আড়ৎ। ইলিশ ধরাকে কেন্দ্র করে জেলে পাইকারদের হাকডাকে জমে উঠছে মাছের ঘাট। ব্যস্ততা বেড়েছে জেলে পাড়ায়, অন্যদিকে পাইকার ও আড়ৎদারদের বসে থাকার সময় নেই, তাদেরও ব্যস্ততা বেড়েছে। এছাড়াও জাল প্রস্তুত ও মাছ শিকার নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন কেউ কেউ।
জেলেরা জানান, সারাদিন জাল বেয়ে যে পরিমান ইলিশ পাওয়ার কথা বর্তমানে তেমন পাওয়া যাচ্ছে। বিগত সময় এমন দিনে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো, এ বছরই ভরা মৌসুমে ইলিশের দেখা মেলেনি। বিলম্বে হলেও মাছ ধরা পড়তে শুরু করেছে।
তুলাতলী এলাকার জেলে খলিল জানান, মেঘনায় মাছ শিকার গিয়ে মোটামুটি মাছ পাচ্ছি। আগের তুলনায় কিচুটা ভালো। আমাদের মত অনেকেই ইলিশের আশায় সারাদিন নদীতে নামছেন জেলেরা। কেউ বেশী মাছ পাচ্ছেন কেউ বা কম। সফি মাঝি বলেন, আগের তুলনায় ইলিশের আমদানি একটু ভাল। তাই, জাল নৌকা নিয়ে ছুটছি নদীতে।
ধনিয়া এলাকার বশির মাঝি বলেন, গত এক সপ্তাহ ধরে নদীতে মাছ ধরা পড়তে শুরু করেছে। তবে পরিমান এখনো বাড়েনি। খুব দ্রুত মাছ বাড়বে বলে আশাবাদি তিনি।
ভোলা জেলে ও মৎস্যজীবী সমিতির সভাপতি মো: আরশাদ আলী জানান, মৌসুমের শুরুতে তেমন মাছ পাওয়া যায়নি, তবে কিছুদিন দরে মাছ ধরার পড়ছে, জেলেরা গড়ে ১৫ থেকে ৩০ হাজার টাকার করে মাছ পাচ্ছেন। এতে কিছুটা হলেও তারা ঘুড়ে দাড়াচ্ছেন।
এদিকে শেষ মুহুর্তে নদীতে ইলিশ ধরা পড়া শুরু হলেও জেলেদের মুখে হাসি ফুটেনি। তারা বলছেন, কিছুদিন পরেই মাছের অভিযান। তাই অল্প কয়েকদিনে যে পরিমান ইলিশ পাওয়া যাবে, তা দিয়ে কতটা ঘুরে দাড়ানো সম্ভব তাও নিয়ে চিন্তিত অনেকে।  তবে নদীতে ইলিশের সরবরাহ আরো বাড়লে জেলেরা ঘুরে দাড়াতে পারবে বলে মনে করছেন জেলেরা।
এ ব্যাপারে ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামিন বলেন, বিলম্বে হলেও মাছ ধরা পড়ছে। মাছের পরিমান আরো বাড়বে। এ বছর জেলায় ইলিশের লক্ষমাত্রা এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩৬   ৫২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ