শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে জ্বর ও শ্বাসকষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রচ্ছদ » জেলা » দৌলতখানে জ্বর ও শ্বাসকষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২০



দৌলতখান প্রতিনিধি॥
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বাবুল পাটোয়ারী জ্বর এবং শ্বাসকষ্টে মারা গেছেন। শনিবার (২০ জুন) গুরুতর অসুস্থ্য অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
রোববার (২১ জুন) বিকালে উপজেলার চরপাতা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হেলালউদ্দিন জানান, চরপাতা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বাবুল পাটোয়ারী (৪০) দীর্ঘ ১০ দিনধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে, ভোলা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। রাতে স্বাস্থ্য বিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। তবে তার নমুনা সংগ্রহ করেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ।
দৌলতখান হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পিয়াস কান্তি সাহা জানান, আমাদের হাসাপাতালে চিকিৎসা নিতে আসেনি, সেজন্য আমার বিষয়টি জানা নেই।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ জানান, শুনেছি উনার নাকী ৪/৫ দিনধরে জ্বর ও শ্বাসকষ্ট ছিলো। পরে হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪২   ৩৬২ বার পঠিত