শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ
শুক্রবার, ৬ মার্চ ২০২০



 ---

আজকের ভোলা রিপোর্ট :

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ভোলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে বৃহ¯পতিবার গাজীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মুখে সামনে ঘন্টব্যাপী এই সভাবেশ ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম সহ অন্যান্যরা। সমাবেশ ও আলোচনা সভায় অংশগ্রহন করেন জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর কর্মকর্তা-কর্মচারী। এসময় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সমাজে নারীরা বিভিন্নভাবে অবহেলিত ছিলেন। আজ নারী নির্যাতন হলেও তার প্রতিকার হচ্ছে, নারীরা সরকারের বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আজ কর্মমুখী হয়ে সাবলম্বী হচ্ছেন। নারী পূরুষের বৈষম্য দূর করে সমতার মাধ্যমে এই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১:১৮:৫৯   ২৮৯ বার পঠিত