রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মহিলাসহ আহত ৩

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মহিলাসহ আহত ৩
রবিবার, ২২ এপ্রিল ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার দক্ষিন দীঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিনবালীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। ২২ এপ্রিল রবিবার সকাল ১১ টায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় মহিলা সহ ৩ জন মারাত্মক জখম হয়। হামলায় আহতরা হলেন কয়ছর (৬০) ইয়াছমিন (৩৫) তাহেরা (৫০) আহতরা সবাই ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।
হামলায় আহত কয়ছর মিয়া জানান আমার বসতবাড়ির পূর্বপাশে আমার মালাকাধীন ৬ গন্ডা জমি রয়েছে। এই জমি নিয়ে আমার পাশ্ববর্তী বাসিন্দা নুর মোহাম্মদ ও রনিদের সাথে আমার দীর্ঘদীনের ঝামেলা রয়েছে। সর্বশেষ রবিবার সকালে আমি আমার জমিতে গাছ লাঠাতে গেলে আমার পাশ্ববর্তী বাসিন্দা নুর মোহাম্মদ, রনি, নাজিম, নাজমুল ও সাদ্দাম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে  নুর মোহাম্মদ, রনি, নাজিম, নাজমুল ও সাদ্দাম আমার উপর অর্তকিত হামলা করে এবং একপর্যায়ে আমাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। আমার আত্মচিৎকারে আমার মেয়ে ইয়াছমিন ও আমার স্ত্রী তাহেরা আমাকে বাচতে এগিয়ে আসলে তারা আমার মেয়ে এবং স্ত্রীককে ও কোপায়। পরে এলাকার বাসিন্দারা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আমার প্রতিবেশীরা আমাদের ভোলা সদর হাসপাতলে ভর্তি করে।  ওদের দায়ের কোপের আধাতে আমার হাতের ৫ টি রগ কেটে যায় এবং আমার স্ত্রী ও মেয়ের মাথায় মারাত্মক জখম হয়।
এব্যাপারে জানতে অভিযুক্ত নুরমোহাম্মদ বা রনি সাথে যোগাযোগের চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২১   ৫৫০ বার পঠিত