বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মনপুরায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরের লৌহার এঙ্গেল চুরির ঘটনায় একজন আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরের লৌহার এঙ্গেল চুরির ঘটনায় একজন আটক
শনিবার, ৩০ জুলাই ২০২২



---

মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরের লৌহার এঙ্গেল খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। এই সময় ৪৪ (চুয়াল্লিশ) পিচ্ লৌহার এঙ্গেল সহ ব্যাটারি চালিত একটি ভ্যান জব্দ করে।
শনিবার ভোর রাত সাড়ে ৪ টায় উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টার হাট এলাকার বেলালের চায়ের দোকানের সামনে লৌহার এঙ্গেল নিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশ। পরে দুপুর সাড়ে ৩ টায় পুলিশ সরকারি ঘরের এঙ্গেল চুরি ঘটনায় থানায় মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
আটককৃত আসামী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা আবদুল মন্নান মাঝির ছেলে রায়হান (২২)। তিনি পুরাতন লোহা ও ভাঙ্গাচুরা ক্রয় করে থাকেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের ঘরের লোহার এঙ্গেল চুরির ঘটনায় রায়হানকে আটক করে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪১   ৩৯৬ বার পঠিত