বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

তজুমদ্দিনে অধ্যক্ষকে ম্যানেজ করে মাদ্রাসার জায়গায় স্থাপনা নির্মাণ করার অভিযোগ!

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে অধ্যক্ষকে ম্যানেজ করে মাদ্রাসার জায়গায় স্থাপনা নির্মাণ করার অভিযোগ!
শুক্রবার, ২২ জুলাই ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ শিহাব উদ্দিনের বিরুদ্ধে অত্র মাদ্রাসার অধ্যক্ষকে মোটা অংকের টাকা খাইয়ে মাদ্রাসার জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, প্রভাষক মোঃ শিহাব উদ্দিন স্থানীয় কালাম মিয়ার কাছ থেকে চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন এক শতাংশ জায়গা ক্রয় করেন। এরপর সেখানে তিনি স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু নিজের ক্রয়কৃত জায়গা ছাড়াও বর্তমানে মাদ্রাসার অধ্যক্ষ কামাল মাহমুদকে মোটা অংকের টাকা দিয়ে মাদ্রসার (.০৫) শতাংশ জায়গা কৌশলে দখল করে স্থাপনা তৈরি করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গতরাতে (বৃহস্পতিবার ২১ জুলাই) মাদ্রাসার ব্যবহৃত একটি টয়লেট ভেঙে ফেলেন প্রভাষক শিহাব। শুক্রবার বন্ধের দিনে দেয়াল টানতে পারার সুবিধার্থেই এমন কৌশল বেছে নেন তিনি।
এমতবস্থায় মাদ্রাসা সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টির সঠিক প্রতিকার চান স্থানীয় সচেতন মহল।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৪   ২৭৭ বার পঠিত