বুধবার, ১ মে ২০২৪

অবহেলিত দুর্গম রামদাসপুরবাসীর খোঁজ নিলেন তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জেলা » অবহেলিত দুর্গম রামদাসপুরবাসীর খোঁজ নিলেন তোফায়েল আহমেদ
বুধবার, ৬ অক্টোবর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদরের ১নং রাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা অবহেলিত দুর্গম রামদাসপুরবাসীর খোঁজ খবর নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ ফরাজী। মঙ্গলবার (৫ অক্টোবর) নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রামদাসপুর এলাকায় যান। এসময় তিনি ওই এলাকার জনগনের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন এবং তাদের নানান দূর্ভোগের কথা শুনেন।

---

সুবিধাবঞ্চিত ভুক্তভোগী রামদাসপুরবাসী বলেন, ভোলার মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন রামদাসপুর গ্রামের মূল সমস্যা নদী ভাঙন। নদী ভাঙনের কারণে রামদাসপুর ও বঙ্গেরচরের বিশাল এলাকা ভেগে গেছে। এখন চর সুলতানী মৌজাটি রয়েছে। এটিও ভাঙনের মুখে রয়েছে। জোয়ার আসলে পানিতে এই এলাকাটি তলিয়ে যায়। নদীর চারপাশে বেড়িবাঁধ নির্মান খুবই জরুরী। এছাড়াও এখানকার রাস্তাঘাটগুলো খুবই জড়াজীর্ণ, চলাচল অনুপোযোগী। বর্ষা মৌসুমে এসব রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন রাস্তাগুলো সংস্কার করা হয়নি। যার ফলে রামদাসপুরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এই এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রয়োজন। রামদাসপুরবাসীকে শান্তনা দিয়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ ফরাজী বলেন, আমি আপনাদের দোয়া চাই। আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি উক্ত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। এ জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
মতবিনিময় ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সোয়েবসহ জেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:২২:৩৬   ৪৮৭ বার পঠিত