রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় কমছে করোনা সংক্রমণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় কমছে করোনা সংক্রমণ
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
এক বছর পর ভোলায় করোনা সংক্রমন কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১ জন। ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ শতাংশে নেমেছে। জেলায় সুস্থ্যতার হার ৯১.২ শতাংশ।

---

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৯ জন। এ পর্যন্ত সুস্থ্য ৬ হাজার ১৮০ জন। অন্যদিকে ২৪ ঘন্টায় মৃত্যু শুন্যের কোঠায়। এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১২ জন। জেলায় এ পর্যন্ত ৩০ হাজার ৭১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
এরআগের দিন শনিবার ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে জেলায় এ পর্যন্ত জেলায় করোনা টিকা নিয়েছেন ২ লাখের অধিক। ৩ লাখ ২৫ হাজার জন নিবন্ধন করেছেন জন। জেলায় সর্বমোট ৩ লাখ ৬৩ হাজার ৫০০ ডোস টিকা সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২১:০০   ২৬৮ বার পঠিত