রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ইলিশের প্রজনন মৌসুম, জাটকা সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধে মতবিনিময়

প্রচ্ছদ » অর্থনীতি » ইলিশের প্রজনন মৌসুম, জাটকা সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধে মতবিনিময়
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্টার ॥
আর খাবো না জাটকা ইলিশ খাবো টাটকা এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুম, জাটকা সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধে আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য অধিদপ্তরের  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

---

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইলিশ সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য অফিসার এস এম আজহারুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন প্রমূখ।
এ সময় আগামী ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে অভিযান বিষয়ে সদর উপজেলার আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ০:১৯:৩১   ২৬৫ বার পঠিত