বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ভোলায় ২৪ ঘন্টায় চার মৃত্যু, শনাক্ত-১৫৬

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ২৪ ঘন্টায় চার মৃত্যু, শনাক্ত-১৫৬
শুক্রবার, ৬ আগস্ট ২০২১



ছোটন সাহা ॥
ভোলায়  গত ২৪ ঘন্টায় করেনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদরে ৩ জন ও মনপুরায় ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৯ জনের মৃত্যু হলো। অন্যদিকে নতুন করে জেলায় ৩৯৭টি নমুনা পরীক্ষা করে আরও ১৫৬ জনের করেনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্য দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪১ জন। যাদের মধ্যে সুস্থ্য ২ হাজার ৬৮৩ জন। বর্তমানে আক্রান্ত আছেন ২ হাজার ৮ জন।

---

জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৫৯ জন। অন্যদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৪ জন। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার গড়ে ৪০ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত উঠা-নামা করছে।
এদিকে গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্য সদর উপজেলায় ৮৬ জন, দৌলতখানে ১৮জন, বোরহানউদ্দিনে ১১জন, লালমোহনে ১৮জন, চরফ্যাশনে ১৫জন, তজুমদ্দিনে ৩ এবং মনপুরায় ৫ জন রয়েছে।
এ পর্যন্ত ২১ হাজার ৪৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারিনন্টেনে রাখা হয়েছে ২২ হাজার ৯৩৭ জনকে।
ভোলান সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামানান জানান, ভোলায় করোনা সংক্রমন বাড়ছে। এটি নিয়ন্ত্রনে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব নিশ্চিত, ভীড় এড়িয়ে চলা, বাড়িতে থাকা, ইউনিয়ন পর্যায়ে করোনা মনিটরিং আরো সক্রিয় করা, করোনা উপসর্গ থাকলে দ্রুত পরীক্ষা করা করা এবং আক্রান্তদের কোয়ারেন্টিন নিশ্চিত করা করা।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৫   ৪৩৬ বার পঠিত